
নারীদের সুস্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্য ব্যাবস্থার কথা মাথায় রেখে পাটের সেলুলোজ থেকে স্যানিটারি প্যাড তৈরির মেশিন তৈরি করলেন বাংলাদেশি icddr,b এর বিজ্ঞানী ফারজানা সুলতানা।
তাঁর এই উদ্ভাবনের জন্য তিনি চতুর্থ বার্ষিক উদ্ভাবন পিচ প্রতিযোগিতায় ( 4th Annual Innovations Pitch Competition) পুরস্কার জিতেছেন।
আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন এন্ড হাইজিন (ASTMH) দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় মিসেস ফারজানা কে ৫০০০$ প্রদান করা হয়েছে। এমনকি ৫ম বার্ষিক উদ্ভাবন পিচ প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবেও থাকবেন।
ড. মোবারক আহমেদ খান ( বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশন এর বৈজ্ঞানিক উপদেষ্টা) এর সহযোগিতায় মিসেস ফারজানা এই মেশিন তৈরি করেছেন এবং পরীক্ষামূলক ভাবে প্যাড ও তৈরি করেন, এই প্যাড গুলো মূলত সেলুলোজ ভিত্তিক এবং সহজে নিষ্পত্তিযোগ্য(Disposable)।
পুরস্কারের অর্থ দ্বারা বৃহৎ পরিসরে এই সেলুলোজ ভিত্তিক প্যাডের একটি প্রতিষ্ঠান তৈরির কথা জানিয়েছেন মিসেস ফারজানা সুলতানা।
মাইমুন নাহার
নিজস্ব প্রতিবেদক, কো–অর্ডিনেটর অব ডেইলি সায়েন্স প্রজেক্ট, বায়ো ডেইলি।
তথ্যসূত্রঃ
https://www.astmh.org/annual-meeting/outbreak-innovations-competition