
Max Planck Institute (MPI) এর বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাদের তৈরি ন্যানোবডি বা গোটেনজেন ন্যানোবডি SARS-COV-2 ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী এবং এটি পূর্বের তৈরি ন্যানোবডি থেকে ১০০০ গুণ ভালোভাবে ভাইরাসকে আবদ্ধ এবং নিস্ক্রিয় করতে পারে।
গোটেনজেন ন্যানোবডিগুলো আলফা, বিটা, গামা, আ্যপসাইলন, আইওটা এবং ডেল্টাতে ভ্যারিয়েন্ট এর বিরুদ্ধে কার্যকর। এরা করোনা ভাইরাস কে আবদ্ধ করতে পারে তবে তার জন্য প্রচুর পরিমাণে ন্যানোবডি প্রয়োজন হয়ে থাকে।
আবার গোটেনজেন গবেষকরা আবিষ্কার করেছেন যে তাদের তৈরি এন্টিবডিগুলো Escherichia coli এর Cytosol এ ভাইরাসের স্পাইক প্রোটিন রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন এ ভাঁজ তৈরি করে যা ভ্যাকসিন উৎপাদনে এবং ভাইরাসের মিউটেশন এর সাথে অভিযোজনে সহায়তা করে থাকে।
এই গোটেনজেন ন্যানোবডিগুলো উচ্চ তাপমাত্রায়ও (৯৫ ডিগ্রি সেলসিয়াস) টিকে থাকতে পারে।
যেহেতু ন্যানোবডিগুলো খুবই ছোট তাই এরা সহজেই টিস্যুতে প্রবেশ করতে পারে এবং ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। আর এ কারণেই গবেষকরা এ ন্যানোবডি সাধারণ পর্যায়ে কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহারের আশা ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র : https://www.genengnews.com/news/sars-cov-2-blocking-nanobodies-can-handle-mutations-take-the-heat/
মাইমুন নাহার,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Aftеr eⲭploring a feᴡ of the blog posts on your web paɡe,
I really like your technique оf blogging. I added it to my
bookmark website list and will be checking back in the
near future. Please check оut my web site as well аnd tell me your
opinion.