
যুক্তরাজ্যের একটি নতুন গবেষণায় দেখা গেছে যে , পুরুষরা তাদের স্ত্রী কিংবা মেয়ে বান্ধবীদের সাথে কেনাকাটা করতে গিয়ে ২৬ মিনিটেই বিরক্ত হয়ে পড়েন। এখন আসুন দেখা যাক এই গবেষণায় আর কি কি উঠে এছে এসেছে –
২০০০ জন ব্রিটেনের পুরুষদের নিয়ে এই সমীক্ষায় দেখা যায় যে,
*প্রতি ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ তাদের সঙ্গীর সাথে পোশাক কেনাকাটা বিরক্তিকর বলে মনে করেন।
*৪৫% পুরুষ তাদের সঙ্গীর সঙ্গে কেনাকাটা করা এড়িয়ে চলেন ।
*৪ জনের মধ্যে ১ জন পুরুষ তাদের সঙ্গীকে শপিং মলে একা রেখে বাড়িতে চলে গিয়েছেন ।
*৪৮% পুরুষরা বিরক্ত হয়ে ভিন্ন এলাকায় ঘুড়ে বেড়ায় ।
*এক-তৃতীয়াংশ পুরুষরা সম্পূর্ণ আলাদা দোকানে ইচ্ছাকৃতভাবে অদৃশ্য হয়ে যায়।
* প্রতি তিন জনের মধ্যে একজন দোকানের বাহিরে বসে তাদের সঙ্গীর জন্য অপেক্ষা করে।
* প্রতি পাঁচ জনের একজন পুরুষ সময় কাটানোর জন্য অন্য নারীদের প্রশংসা করেন ।
*৫৮% পুরুষরা তাদের সঙ্গীদের সঙ্গে কেনাকাটা উপভোগ করছেন এমন অভিনয় করতে রাজি থাকেন যদি তাদেরকে জানানো হয় কেনাকাটা শেষে তাদের ট্রিট দেওয়া হবে।

*পুরুষরা যখন বেশি ক্ষুধার্ত কিংবা তৃষ্ণার্ত থাকে তখনই সবচেয়ে বেশী বিরক্ত হন শপিং করতে গিয়ে ।
*ব্যস্ত দোকান, টেলিভিশন শো, ক্রিকেট, ফুটবল কিংবা যে কোন খেলার অনুষ্ঠানের অনুপস্থিতি তাদের একঘেয়েমি যোগ করে ।
এছাড়াও শপিং সেন্টারের মেজাজ খারাপ হওয়ার কারণে অর্ধেক পুরুষ তাদের সঙ্গীর সঙ্গে সম্পর্কের ইতি টানেন ।
নাবিলা রব
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি