Leaf Sheep সালোকসংশ্লেষণকারী ক্ষুদ্র প্রাণী

Leaf sheep বাংলা করলে দাঁড়ায় পাতা ভেড়া। আপনারা হয়তো ভাবছেন এ কী জিনিস আবার? কোন পাতা দেখতে তো ভেড়ার মত হয় না। আবার কোন প্রজাতির ভেড়াও পাতার মত দেখতে হয় না। তবে এ কি?
Leaf sheep এক প্রজাতির ক্ষুদ্র প্রাণী, এটি হাস্যকর হবে যদি এই প্রাণীটিকে ছোট্ট গাছের সাথে তুলনা করি।যার সায়েণ্টিফিক নাম Costaiella kuroshimae.
এই সী স্লাগ অত্যন্ত আকর্ষণীয়, এবং এরা আলোক সংশ্লেষের সবুজ বিন্দু যুক্ত মেরুদন্ডগুলি এর পিছন থেকে বেরিয়ে আসে যা পাতার মত। এর দুটি ছোট ছোট চোখ এবং এন্টেনা রয়েছে যা ভেড়ার কানের মত দেখতে। এরা কেবল প্রায় এক ইঞ্চি (2.54 সেমি) পর্যন্ত বৃদ্ধি পায়, তাই এরা খুব ছোট। ক্লিপেোপ্লাস্টি প্রক্রিয়ায় এরা এদের খাদ্য শৈবাল থেকে ক্লোরোপ্লাস্ট গ্রহণ করে এবং এদের দেহে জমা রাখে।
গবেষণায় দেখা গিয়েছে, ক্লোরোপ্লাস্ট গুলো বেশ কিছু প্রজাতির মধ্যে বেঁচে থাকতে পারে। তবে দুর্ভিক্ষের সময় এরা এগুলো ব্যবহার করেনা। কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন যে, এই প্রজাতির প্রাণীর শারীরবৃত্তীয় বর্ণনা নেই। ফলস্বরূপ, কোস্টাসেলার শ্রেনীভুক্ত অনেক প্রজাতি একই প্রজাতির হিসেবে প্রদর্শিত হতে পারে, যা কেবল ব্যাখ্যা করা যায় এর রং এর উপর ভিত্তি করে।
এই সী স্ল্যাগ গুলো প্রথম জাপানে আবিষ্কার হয়েছিল। তবে আবিষ্কারের 20 বছরের মধ্যে এইগুলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পাপা নিউগিনি ,উত্তর অস্ট্রেলিয়া এবং নিউ ক্যালিডোনিয়ার সমুদ্রেও দেখা গিয়েছে।
নাম : নাবিলা রব
বিশ্ববিদ্যালয়: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
Source: 1.https://nerdist.com/article/leaf-sheep-sea-slugs-photosynthesis/