
পৃথিবীতে মানুষের গড় আয়ু ৭৯ বছর। কচ্ছপের প্রায় ১৫০ বছর। তবে পৃথিবীতে বেঁচে থাকা সকল প্রানিকুলকে টেক্কা দিয়ে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা প্রাণ হলো গ্লাস স্পঞ্জ (Glass Sponge) এরা পরিফেরা পর্বের প্রাণী। তবে কিছু বিজ্ঞানীরা সিমপ্লাজমা (Symplasma) নামক একটি স্বতন্ত্র পর্বের প্রাণী বলে আখ্যায়িত করেন।এরা সমুদ্রে বসবাস করে।এদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০-৯০০ মিটার নিচে পাওয়া যায়।তবে Oposacas minuta কে অগভীরে পাওয়া যায়।এরা সাদা ও কমলা বর্ণের হয়ে থাকে ।এদের আকার ১০-৩০ সেন্টিমিটার হয়ে থাকে।এদের অন্তঅস্থি সিলিকার তৈরি স্পিকিউল দ্বারা তৈরি।এদের শরীরের ৩ টি ভাগ থাকে। অন্তভাগ ও বহির্ভাগ ।আর মাঝখানটা মুখ হিসেবে কাজ করে।
কিছুদিন আগে ২০,০০০ বছর আয়ুকাল এর প্রাণী আবিষ্কার এর খবর পাওয়া যায়।তবে তার কোনো সত্যতা পাওয়া যায়নি।বর্তমানে গ্লাস স্পঞ্জ ই হলো তাই পৃথিবীর সবচেয়ে আয়ুকাল প্রাপ্ত প্রাণী।
Rufaida Hassan Nafia
Department of zoology, University of Dhaka