একটি জিন এর মিউটেশন স্থুলতা কমাতে পারে

সম্প্রতি স্থুলতা নিয়ে গবেষণা করতে গিয়ে একদল গবেষক লক্ষ্য করেন যে, GPR75 নামক জিন এর মিউটেশন বা পরিবর্তন স্থুলতা থেকে সুরক্ষা প্রদান করে থাকে। আর একে Genetic Superpower বা জিনগত পরাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এটি অনুমান করা হয় যে, ২০৩০ সাল নাগাদ ১ বিলিয়ন এরও বেশি মানুষ স্থুলতায় ভুগবে।
গবেষকরা দেখতে পেয়েছেন যে, GPR75 জিনের মাঝে অন্তত একটি নিস্ক্রিয় অনুলিপি (copy) রয়েছে এমন ব্যাক্তিদের BMI কম এবং স্থুলতার ঝুঁকি ৫৪% কম হয়। আবার এক সমীক্ষা মতে, প্রতি ৩০০০ জনের মাঝে একজন এর মধ্যে এই সুরক্ষামূলক মিউটেটেড জিন পাওয়া যায়।
একটি পরীক্ষায় তারা ২ দল ইঁদুর এর এক দলের উপর GPR75 মিউটেটেড জিন প্রবেশ করায়, এবং উভয় দলকে চর্বি যুক্ত খাবার খাওয়ানো হয়। ফলস্বরূপ GPR75 মিউটেটেড জিন বহনকারী ইঁদুরদের তুলনামূলকভাবে ৪৪% কম ওজন হয়।
এই জেনেটিক সুপারপাওয়ার বিশ্বব্যাপী স্থুলতা চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখবে বলে গবেষকগণ আশাবাদী।
মাইমুন নাহার
নিজস্ব প্রতিবেদক, বায়ো ডেইলি
তথ্যসূত্রঃ