
বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে প্রমান পেয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ৪০-৬০% বেশি।কোভিড-১৯ ভ্যাক্সিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারী।
অর্থাৎ যারা ভ্যাক্সিন নিয়েছেন তারা পুনরায় আক্রান্ত হলেও গুরুতর অবস্থার সম্মুখীন হবে না। এটি মূলত শরীরে মিউকোসাল ইমিউনিটি পুরোপুরি সাড়া না দেওয়ায় পুনরায় কোভিড-১৯ এর আক্রান্ত হচ্ছেন।
এছাড়াও যারা কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিয়েছেন তাদের কাছ থেকেও করোনা ছড়াতে পারে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট।
কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্ট(B.1.617.2) সংক্রমণেরর হার বেড়ে যাওয়ার জন্য সারাবিশ্বের জনমানুষের মধ্যে ভয়,উদ্বেগ ও উৎকন্ঠা সৃষ্টি হচ্ছে। এমনকি এটি কোভিড এর উৎপত্তিস্থল চীনের উহানে প্রথম শনাক্তকৃত ভ্যারিয়েন্টের চেয়ে দ্বিগুণ এর চেয়েও বেশি সংক্রামক।
ভ্যাক্সিনেটেড মানুষের কাছ থেকে করোনা ছড়ানোর কারণ এবং ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন সিডিসি।
আর তাই কোভিড-১৯ প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছেন।
পল্লব সিংহ
জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৭৪০৮)
সূত্রঃ
https://publichealth.jhu.edu/2021/new-data-on-covid-19-transmission-by-vaccinated-individuals