
মরণব্যাধি ক্যান্সার – এক বাক্যে আমরা সবাই জানি। এই রোগ যে কাউকে অল্পবয়সেই মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। খুব কম মানুষই এই রোগের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে পারে ।বিজ্ঞানীরা অনেক বছর ধরেই ক্যান্সার নিরাময়ের ওষুধ খুঁজে যাচ্ছেন ।কিছু ক্ষেত্রে আগে সফল ও হয়েছেন, আর সেই সফলতার সাথে আবার নতুন করে যুক্ত হচ্ছে কর্ডিসেপস সিনেনসি।
- এটা কি জিনিস ?
- কোথায় পেলেন বিজ্ঞানীরা ?
- কিভাবে কাজ করে এই কর্ডিসেপস সিনেনসি?- প্রশ্নের ঝুড়িতে প্রশ্নের অভাব নেই ।
কর্ডিসেপস মূলত একটি ছত্রাক, যা কিনা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পর্বত হিমালয় এ পাওয়া যায় । এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে ।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হিমালয়ের ছত্রাকের মধ্যেই একটি অনু খুঁজে পেয়েছেন যা কেমোথেরাপিতে ব্যবহার করা হচ্ছে। এটা ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে ৪০% বেশি কার্যকর । এই NUC-7738 ফেজ -1 এখনো গবেষণাগারে পরীক্ষারত অবস্থায় আছে ।
এই অনু সক্রিয় উপাদান কর্ডিসেপ যা অনেকদিন যাবত চীনা ওষুধ তৈরিতে ব্যবহার করছেন চীনারা । আশ্চর্যের বিষয় হচ্ছে, এটি মথের লার্ভাকে মেরে ফেলে মমি তৈরি করতে পারে এবং এটি কিছু জায়গায় “শুয়োপোকা ছত্রাক” নামেও পরিচিত । গবেষকরা বলেছেন ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করে তারা ভাল সাড়া পাচ্ছেন । এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম । আগামীতে এটির ব্যবহার চিকিৎসাশাস্ত্রে অনেক উন্নতি ঘটাবে বলে আশা করছেন গবেষকরা ।
নাবিলা রব
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
তথ্যসূত্র: