Biotopia

বায়ো ডেইলি থেকে প্রথমবারের মতন প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ ম্যাগাজিন “বায়োটোপিয়া”। লাইফ সায়েন্সের সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং পেশাজীবীদের পাঠানো বাছাইকৃত সেরা লেখাগুলো নিয়ে প্রকাশিত হবে ম্যাগাজিন ‘বায়োটোপিয়া’। তাহলে আর দেরি কেন? পাঠিয়ে দিন আপনার লিখা!
যেসব শাখায় লিখা পাঠানো যাবে-
- স্বাধীনতা উত্তর বাংলাদেশের জীব বিজ্ঞান গবেষণা
- বিষয়ভিত্তিক আর্টিকেল/ প্রবন্ধ (যেমনঃ জীব প্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি ইত্যাদি)।
- মজার বিজ্ঞান
- বিজ্ঞানের কল্পকাহিনী
- আবিষ্কার ও আবিষ্কারকদের গল্প
নিয়মাবলিঃ-
- লেখা অবশ্যই লাইফ সায়েন্সে সম্পর্কিত হতে হবে (যেমনঃ জীব প্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি ইত্যাদি)।
- সম্পূর্ণ নিজস্ব ও মৌলিক লেখা হতে হবে। কারো লেখা আংশিক বা সম্পূর্ণরূপে কপি করা যাবে না।
- লেখকের পূর্বে প্রকাশিত লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
- লিখার শুরুতে অবশ্যই টাইটেল এবং শেষে নিজের নাম, বিভাগ, প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
- লেখার একেবারে শেষ অংশে অবশ্যই তথ্য সুত্র বা রেফারেন্স উল্লেখ করতে হবে (বিজ্ঞানের কল্পকাহিনীর জন্য প্রযোজ্য নয়)।
- লেখা বায়োডেইলির ওয়েবসাইটে জমা দিতে হবে MS Word ফরম্যাটে।
***লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২০।